সারা বাংলা

সাতক্ষীরা সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৩

অবৈধভা‌বে ভার‌তে যাওয়ার সময় সাতক্ষীরার কালিয়ানী মণ্ডলপাড়া সীমান্ত থে‌কে তিন বাংলা‌দে‌শি নাগ‌রি‌ককে আটক ক‌রে‌ছে বি‌জি‌বি। সোমবার (২৩ সে‌প্টেম্বর) মধ্যরা‌তে তা‌দের আটক করা হয়।

আটকেরা হ‌লেন- ‌জেলার আশাশু‌নি উপজেলার কামালকা‌টি গ্রা‌মের উদয় কান্তি বাহারের ছে‌লে উৎসব নারায়ণ বাহার (২৭), অরবিন্দু বাহারের ছে‌লে শুভ বাহার (২৪) ও গণেশ চন্দ্র মণ্ডলের ছে‌লে উত্তম মণ্ডল (২০)। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে বি‌জি‌বির সাতক্ষীরা- ৩৩ ব্যাটালিয়‌নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, সোমবার রাতে কালিয়ানী সীমা‌ন্ত দিয়ে কয়েকজন অবৈধভাবে ভার‌তে যাওয়ার চেষ্টা করছেন- এমন খবর পেয়ে বিজিবি সেখানে অভিযান চালিয়ে তিন বাংলা‌দে‌শি নাগ‌রি‌ককে আটক করে। পরে তাদের ব্যাগ তল্লাশি করে একটি ল্যাপটপ ও চারটি মোবাইল ফোন পাওয়া গেছে। অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক তিনজন‌কে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

বি‌বি‌জি সাতক্ষীরার কলা‌রোয়া উপজেলার চান্দু‌ড়িয়া সীমান্তে পৃথক আরও এক অভিযান চালিয়ে ১৯৯ বোতল ফেন‌সি‌ডিল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।