দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উখিয়া ৮ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা মাঝি, ধর্মীয় নেতা ও নারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আশ্বাস দেন।
এসময় রোহিঙ্গা নেতারা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে ও প্রত্যাবাসনের বিষয়ে সহযোগিতা কামনা করেন।
এর আগে ত্রাণ উপদেষ্টা ৪ নম্বর ক্যাম্পে যান। সেখানে তিনি ডব্লিউএফপি পরিচালিত ই-ভাউচার আউটলেট ও রেশন উত্তোলন কার্যক্রমসহ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এরপর তিনি হোপ হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে কর্মরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় শেষে হাসপাতালের সেবাদানের কক্ষগুলো ঘুরে ঘুরে দেখেন। পরে তিনি ৫ নম্বর ক্যাম্পে ইউএনএইচসিআর এর সেলফ রিলায়েন্স এন্ড লাইভহোড প্রজেক্ট পরিদর্শন করেন। সেখানে উপদেষ্টা রোহিঙ্গা নারীদের তৈরি পাটের ব্যাগ ও ব্যবহারযোগ্য বিভিন্ন পণ্য দেখে তা বিদেশে রপ্তানির বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। শেষে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সহায়তা কার্যক্রমে সম্পৃক্ত বিভিন্ন এনজিও প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন ত্রাণ উপদেষ্টা।
এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, অতিরিক্ত সচিব মো. হাসান সারওয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান ও ১৪ এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল।