সারা বাংলা

গাজীপুর সাফারি পার্কে ২ জেব্রা শাবকের জন্ম

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দুটি জেব্রা শাবকের জন্ম হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে একটি শাবকের জন্ম হয়। এর আগে, গত রোববার (২২ সেপ্টেম্বর) অপর শাবকটির জন্ম হয়। তথ্যটি নিশ্চিত করেছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. রফিকুল ইসলাম। 

রফিকুল ইসলাম বলেন, জেব্রা শাবক দুটি মায়ের সঙ্গে দল বেঁধে বেষ্টনীতে ছোটাছুটি করছে। সদ্য জন্ম নেওয়া শাবক ও মায়ের অতিরিক্ত দেখভাল করা হচ্ছে। এই দুটি শাবক নিয়ে পার্কে জেব্রার সংখ্যা এখন ৩২টি।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৩ সালে সাফারি পার্ক প্রতিষ্ঠার সময় দক্ষিণ আফ্রিকা থেকে কিছু জেব্রা আমদানি করা হয়। এরপর বিভিন্ন সময় জেব্রার বাচ্চা হয়েছে। রোগাক্রান্ত হয়ে কিছু জেব্রার মৃত্যুও হয়েছে। নতুন দুই শাবকসহ সাফারি পার্কে জেব্রার সংখ্যা ৩২টিতে দাঁড়ালো। জেব্রা তাদের স্বতন্ত্র সাদা-কালো ডোরার জন্য বিশেষভাবে পরিচিত।