পাবনা সদর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার কাচারপুর পুর্বপাড়া গ্রামে তাদের মৃত্যু হয়।
মৃত মা আরজিনা খাতুন (৪৫) ও মেয়ে অরশা খাতুন (১৩)। তারা ওই গ্রামের নবাব উদ্দিন খানের স্ত্রী ও সন্তান। অরশা খাতুন কাচারপুর দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বাড়ির টিনের ঘরের নিচে বৃষ্টির পানিতে অরশা খাতুন গোসল করছিল। গোসল করে গোয়ালঘরে উঠার সময় লোহার দরজায় লেগে বিদ্যুতায়িত হয়। বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘর বিদ্যুতায়িত হয়েছিল। এ সময় মেয়েকে বাঁচাতে মা আরজিনা খাতুন এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎতায়িত হন। পরে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরজিনা খাতুনের স্বামী নবাব উদ্দিন খান বলেন, ‘আমার মেয়ে খুব মেধাবী ছিল। আজকে আমার সব স্বপ্ন ভেঙে গেল। আমি একা হয়ে গেলাম।’
ওসি হাবিবুল ইসলাম বলেন, ঘটনাস্থলে মা-মেয়ে মারা গেছে। বৃষ্টির দিনে বিদ্যুতের ছিঁড়ে থাকা নিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।