সারা বাংলা

গাজীপুরে যুবদল নেতাকে বহিষ্কার

গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এস.এম পলাশ চঞ্চলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা। 

এর আগে, একইদিন বিকেলে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এস.এম পলাশ চঞ্চলকে বহিষ্কারের কথা জানানো হয়।  

আরও পড়ুন: গাজীপুরে যুবদল ও কৃষক দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

চিঠিতে বলা হয়, ‘সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক এস.এম পলাশ চঞ্চলকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের (বহিষ্কৃত) সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।’

চিঠিতে আরো উল্লেখ্য করা হয়, ‘জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।’

গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক মো. আতাউর রহমান মোল্লা বলেন, আজ একটি কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে ঝামেলা হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী একটি দলের নেতা ছিলেন বহিষ্কৃত এস.এম পলাশ চঞ্চল। বিষয়টি জেলা যুবদল অবগত হয়েছে। এ জন্য কেন্দ্রীয় যুবদল তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে।’