সারা বাংলা

শিবিরের হামলায় ছাত্রদলের ৫ কর্মী আহত 

চট্টগ্রাম কলেজে ইসলামী ছাত্র শিবিরের হামলায় ছাত্রদলের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হামলার ঘটনাটি হয় বলে জানিয়েছে কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাফরাশ নুরী সিজ্জি। অভিযোগ অস্বীকার করেছেন চট্টগ্রাম মহানগর উত্তর শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক তানজীর হোসেন

চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাফরাশ নুরী সিজ্জি অভিযোগ করেন, ‘চট্টগ্রাম কলেজে ছাত্র শিবির নিজেদের আধিপত্য নিশ্চিত করতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। গতকাল দুপুরে শিবিরের নেতাকর্মীরা ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠি নিয়ে হামলা চালায়। ছাত্রদলের ৪-৫ জন কর্মী আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’

অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম মহানগর উত্তর শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক তানজীর হোসেন বলেন, ‘বহিরাগত কিছু ব্যক্তি কলেজের বাইরে ঝামেলা করেছিল। হামলার সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।’

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, চট্টগ্রাম কলেজে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এই বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি।