ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৭নং রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুলাল মুন্দিয়া এলাকা থেকে তাকে আটক করে হয়।
কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান আলী হোসেন অপু বিএনপি অফিসে অগ্নিসংযোগ, পূর্বাসা কাউন্টার ও দোকান ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলার এজাহারভুক্ত আসামি।
তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আজ শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।