সারা বাংলা

কর্ণফুলী নদীতে তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে 

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে বাংলার জ্যোতি নামক জাহাজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস কোস্টগার্ড এবং নৌবাহিনীর ফায়ার ফাইটিং ইউনিটের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, তেলবাহী জাহাজ ‘বাংলা জ্যোতি’র আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ‘বাংলার জ্যোতি’ নামক জাহাজটিতে আগুন লাগে।

কোস্ট গার্ড জানায়, বাংলাদেশ কোস্ট গার্ড টাগ শীপ বিসিজিটি প্রমত্ত ও কোস্ট গার্ড এর ৩টি টিম আগুন নেভানোর কাজে অংশ নেয়।

ইস্টার্ন রিফাইনারির ডিজিএম এ কে এম নঈমুল্লাহ বলেন, বাংলার জ্যোতি জাহাজটি সাগরে নোঙর করে রাখা বড় ট্যাংকার থেকে তেল পরিবহন করে জেটিতে নিয়ে আসে। এরপর ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করা হয়। আগুন লাগার পর জাহাজে থাকা সবাই নিরাপদে নেমে এসেছেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।