সারা বাংলা

ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, মেয়রের রায় পেয়ে শাহাদাত

নির্বাচনী ট্রাইব্যুনাল কর্তৃক ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করায় রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ডা. শাহাদাত হোসেন। 

মঙ্গলবার (১ অক্টোবর) রায় ঘোষণার পর সাংবাদিকদের প্রতিক্রিয়া জানিয়ে শাহাদাত বলেন, ড. ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে, আজকের এই রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। 

শাহাদাত বলেন, গত ১৬ বছরে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে যে সব ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ বাংলাদেশের অসংখ্য মজলুম নেতার বিরুদ্ধে যেসব মামলা হয়েছে- সব নির্বাহী আদেশে প্রত্যাহার করতে হবে। কেননা এসব মামলা অবৈধ ও ভুয়া। 

আদালতের রায়ের প্রতি সম্মান জানিয়ে ১০ দিনের মধ্যেই গেজেট প্রকাশ ও মেয়রের চেয়ারে বসার সুযোগ করে দেওয়ার জন্যও তিনি সরকারের প্রতি আহ্বান জানান। 

এর আগে ডা. শাহাদাতকে মেয়র ঘোষণা করে রায় প্রদান করেন চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত।