ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন। বুধবার (১০ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চন্ডিপাশা ইউনিয়নের ডাংরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দশালিয়া এলাকার নবী নেওয়াজের ছেলে অটোরিকশা চালক ফিরুজ আলী (৫৮) ও সুতারাটিয়া এলাকার আমজাত আলীর ছেলে বাদল মিয়া (৩৫)।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, দুপুরে শ্যামল ছায়া পরিবহনের যাত্রীবাহী বাস ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। চন্ডিপাশা ইউনিয়নের ডাংরি এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাদল মিয়া মারা যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত চালক ফিরুজ মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।
ওসি আরও জানান, নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান পুলিশ কর্মকর্তা মো. খোরশেদ আলম।