সারা বাংলা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা

পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে পৌর শহরের সদর রোড এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলার সহকারী পরিচালক শাহ মো. সোয়াইব মিয়া।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে শুভ মেডিকেলের মালিককে ১৫ হাজার টাকা, পণ্যের মোড়কে সঠিক নাম-ঠিকানা না থাকায় পটুয়াখালী বেকারির মালিককে ৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ হাঁস-মুরগির খাবার বিক্রির দায়ে ভাই ভাই স্টোর্সের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলার সহকারী পরিচালক শাহ মো. সোয়াইব মিয়া বলেন, পণ্যের গুণগত মান যেন ঠিক থাকে এবং অতিরিক্ত দামে কেউ যেন পণ্য বিক্রি করতে না পারে সেজন্য ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। কলাপাড়ায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ সময় সতর্ক করা হয়েছে অনেক ব্যবসায়ীকে।