সারা বাংলা

চার দফা দাবিতে তিন পার্বত্য জেলার বাজার বয়কটের ঘোষণা

চার দফা দাবিতে তিন পার্বত্য জেলায় বাজার বয়কটের ঘোষণা দিয়েছে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন। 

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় এক বিবৃতিতে কেন্দ্রীয় কমিটি থেকে তিন পার্বত্য জেলার বাসিন্দাদের বাজার বয়কটের আহ্বান জানানো হয়। 

চার দফা দাবি হচ্ছে- সারাদেশে বিচার বহির্ভূত হত্যার সঠিক তদন্ত করে মব জাস্টিস বন্ধ করা,  দীঘিনালা খাগড়াছড়ি সদর ও রাঙামাটি সদরে জুনান চাকমা, রুবেল ত্রিপুরা, ধনরঞ্জন চাকমা ও  অনিক চাকমার হত্যাকারীদের অবিলম্বে বিচার করা, সাম্প্রদায়িক হামলার জাতিসংঘের হস্তক্ষেপে তদন্ত কমিটি গঠন ও  খাগড়াছড়ি সদর (মহাজন পাড়া, চাইহ্লাও পাড়া ও স্লুইস গেইট), দীঘিনালা ও রাঙ্গামাটি সদরে ক্ষতিগ্রস্ত দোকানদারদের যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া। 

বিবৃতিতে এই চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আজ (৪ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য তিন পার্বত্য জেলার প্রত্যেক জেলা, উপজেলা ও ইউনিয়নের সকল বাজার ও ব্যবসা বাণিজ্য বয়কট করার জন্য সকল স্তরের পাহাড়ি জনসাধারণকে আহ্বান জানিয়েছে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন।