গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তাক আলীর (৪৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে আহতাবস্থায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মোস্তাক আলী খোলাহাটি ইউনিয়নের আনালেরতাড়ি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানি বলেন, গতকাল রাত ১০টার দিকে বৃষ্টির মধ্যে মোস্তাক আলীসহ তিন জন একটি মোটরসাইকেলে সদর উপজেলার কাবলির বাজার থেকে বাড়ির উদ্দেশ্য রওনা হন। কইমারা নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কের ওপরে পড়ে যান। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হলেও মোস্তাক আলী পাশের নালায় পড়ে যান। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাক আলীকে মৃত ঘোষণা করেন।
তবে মোস্তাক আলীর পরিবারের সদস্যদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মাসুম হক্কানি বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন থাকায় পরিবারের সদস্যদের ধারণা এটি হত্যাকাণ্ড। এ ঘটনায় মোস্তাক আলীর স্ত্রী থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।