টানা বৃষ্টিতে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের নিশানবাড়ি এলাকার অনেক পরিবার পানিবন্দি অবস্থায় আছেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, সংস্কারের অভাবে খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনে ব্যাঘাত ঘটছে। দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপর নেওয়ার দাবি তাদের।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, জলাবদ্ধতার কারণে এলাকার মানুষজন দুর্ভোগে রয়েছেন। অনেকের ঘরে হাঁটু পর্যন্ত পানি প্রবেশ করেছে। কারো টিউবওয়েল নিমজ্জিত রয়েছে পানিতে। অনেককেই নৌকা নিয়ে যাতায়াত করছিলেন।
স্থানীয়রা জানান, রাতের এক ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির কারণে ফসলের জমি ও বীজ তলা পানিতে তলিয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা নারায়চন্দ্র মন্ডল বলেন, পাঁচ বিঘা কৃষি জমির পানি নিষ্কাশনের জন্য একটি খাল ছিল। সেটি সংস্কারের অভাবে ভরাট হয়ে গেছে। যে কারণে পানি নিষ্কাশনে ব্যাঘাত ঘটছে। একটু বৃষ্টি হলেই আমাদের ঘরে পানি প্রবেশ করে। তলিয়ে যায় আবাদি জমি, নষ্ট হয়ে যায় কৃষকের ঘাম ঝড়ানো ফসল। আমাদের দাবি, প্রশাসন যাতে পানি নিষ্কাশনের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
মানিক নামে অপর বাসিন্দা বলেন, সংস্কারের অভাবে খালের প্রধান মুখটি ভরাট হওয়ায় বৃষ্টি হলেই পানি জমে। আমাদের ঘরে পানি প্রবেশ করে। পানির কারণে কৃষির ওপর নির্ভরশীল মানুষদের বিশাল ক্ষতি হচ্ছে। ভোগান্তি লাগবে পানি নিষ্কাশনের ব্যবস্থা জরুরি হয়ে পড়েছে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া বলেন, ‘বিষয়টি আমরা জানা নেই। আপনার মাধ্যমে জানলাম। কলাতিয়ার নিশান বাড়ি এলাকাটি দ্রুত পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।’