সারা বাংলা

গাইবান্ধায় সাবেক এমপি কালামসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক শিক্ষার্থী। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। 

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) শিক্ষার্থী মামুন খান বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। মামুন খান  গোবিন্দগঞ্জ পৌরসভার হীরকপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

মামলায় গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান প্রধান বাবলু, সাবেক মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফরহাদ আকন্দ ও সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল শেখ সুমনসহ ৪৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গত ১৭ জুলাই (বুধবার) বিকেল ৪টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার সাফিয়া আছাব বিপিএড কলেজ মাঠ থেকে ৭০০-৮০০ জন একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা শহরের ঢাকা-রংপুর মহাসড়ক হয়ে রাজমতি সুপার মার্কেটের সামনে এলে উল্লিখিত আসামিসহ ১৫০-২০০ জন অজ্ঞাত ব্যক্তি লাঠি, লোহার রড, পিস্তল, রাম দা, চাইনিজ কুড়াল, চাপাতি, বার্মিজ চাকু, হকিস্টিক, ইট ও পাথরের টুকরাভর্তি চটের ব্যাগ নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের নির্দেশে সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলের নেতৃত্বে এ হামলা হয়। এতে মামুন খান, তাসিন, বাঁধন, ওয়ারিদ, শ্রাবণ, আকাশ, ওমর ফারুক, আবিদ হোসেন, ইজাজসহ প্রায় ৪০ জন আন্দোলনকারী গুরুতর আহত হন। এ সময় আসামিরা আন্দোলনকারীদের কাছে থাকা ছয়টি স্মার্ট ফোন ও তিনটি বাটন ফোন ছিনিয়ে নেন। এসব ফোনের আনুমানিক দাম প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। হামলা শেষে আন্দোলনকারীদের আবারও সুযোগমতো পেলে মারধরের হুমকি দিয়ে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে কুঠিবাড়ি উপজেলা চত্ত্বরে চলে যান। আহতরা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম  আছাদুজ্জামান বলেছেন, এক শিক্ষার্থী বাদী হয়ে সাবেক এমপিসহ ৪৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। এছাড়াও ১৫০- ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।