সারা বাংলা

চাঁদপুরে একদিনে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত, রাস্তাঘাট পানির নিচে

চাঁদপুরে একদিনের অনবরত বৃষ্টিতে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। যা চলতি বছরে ২য় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড। বৃষ্টির পানিতে শহরের অধিকাংশ রাস্তাঘাট পানির নিচে তলিয়ে রয়েছে।

শনিবার (৫ অক্টোবর) জেলা আবহাওয়া অফিস থেকে বৃষ্টিপাতের এ পরিমাণ জানানো হয়।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল ৯টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা ২৪ ঘণ্টার হিসেবে এই বছরের ২য় সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ। এর আগে ২৭ মে চাঁদপুরে ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিলো যা এই বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত। এছাড়া আজ সকাল ৬টা হতে ৯টা পর্যন্ত ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

চাঁদপুর পৌর শহরের কদমতলার ভারাটিয়া সুব্রত বলেন, আমি এবং আমার বোন পাশাপাশিই থাকি। রাস্তা ডুবে এখন আমাদের ভবনের নিচ তলাতেও পানি ঢুকে পড়েছে।

শহরের তালতলার বাসিন্দা সিয়াম বলেন, রাস্তা এখন পানির নিচে। চরম জলাবদ্ধতা। তবে পানি নামতে শুরু করেছে।

চাঁদপুর জেলা আবহাওয়া কর্মকর্তা শাহ মোহাম্মদ শোয়েব বলেন, চট্টগ্রাম বিভাগে অক্টোবর মাসে স্বাভাবিক বৃষ্টিপাত ১৮৬ মিলিমিটার।