দিনাজপুরের হাকিমপুরে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সূর্য ও নাঈমের পরিবারকে আর্থিক সহায়তা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে হিলি ডাঙ্গাপাড়ায় নিহতদের বাবা ও মার হাতে এ সব অর্থ তুলে দেন। এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, হাকিমপুর পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘গত ৫ আগস্ট আন্দোলনে হিলির সূর্য ও পাশের থানা পাঁচবিবির নাঈম নিহত হয়েছে। আমাদের সাধ্যমতো তাদের পরিবারকে আর্থিক সহায়তা করলাম। এটা চলমান প্রক্রিয়া। তাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা পূরণ করার নই।’
তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।