সারা বাংলা

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু 

বগুড়ার শেরপুর উপজেলায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই বন্ধু মারা গেছেন। এ সময় আহত হ‌য়ে‌ছেন আরো পাঁচজন। শনিবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় শেরপুরের জয়লা আলাদি বিলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

মৃতরা হলেন— জয়লা আলাদি গ্রামের মাওলা বক্সের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (১৭) এবং খানপুর ইউনিয়নের আবু তালেবের ছেলে মোরসালিন (১৮)। আহতরা হলেন— জয়লা জোয়ান গ্রামের জহুরুল ইসলামের রুস্তম আলী, মইনুদ্দিনের ছেলে জাকারিয়া, আব্দুস সাত্তারের ছেলে সিহাব, আশরাফুল ইসলামের ছেলে রাসেল এবং আফতাব উদ্দিনের ছেলে মিরাজুল।    

জয়লা আলাদি গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম বলেছেন, বাঙালি নদী থেকে বালু উত্তোলন করে আমার বাড়ির পাশে স্তূপ করে রাখা হয়েছে। দুপুর ২টার দিকে ওই বালুর স্তূপের ওপর ফুটবল খেলছিল ছেলেরা। বিকেল ৩টার দিকে হঠাৎ করেই ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। মনে হয়, বজ্রপাতে আমার ঘরের ওপর আগুন জ্বলছিল। পরে বাইরে গিয়ে দেখি জাহিদুল ইসলাম জাহিদ নামের একজন ঘটনাস্থলেই মারা গেছে ও ছয়জন আহত হয়ে পড়ে আছে। আহতদের হাসপাতালে নেওয়ার পথে মোরসালিন মারা যায়। 

সুঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির বিপ্লব বলেছেন, বজ্রপাতে দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।