নওগাঁর মান্দায় বসতঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। তাদের মরদেহের পাশ থেকে একটি শাবল ও চিরকুট উদ্ধার করা হয়েছে।
রোববার (৬ অক্টোবর) সকালে দুই জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, গতকাল রাতে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের আতাউর রহমান (৭২) ও তার স্ত্রী মারুনি বিবি (৬৫)। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মারুনি বিবির মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের পাশ থেকে একটি শাবল ও চিরকুট পাওয়া গেছে। চিরকুটে মৃত্যুর পরে কীভাবে তাদের দাফন হবে এবং কোথায় টাকা রাখা আসে এই বিষয় উল্লেখ করা হয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে হত্যার পর স্বামী আতাউর রহমান আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।