সারা বাংলা

রামুতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কক্সবাজারে রামুতে সাড়ে ৩৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বিজিবির মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চট্টগ্রামের চাক্তাই ভাঙ্গাপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আরিফ (৩২) এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার ইলিশিয়া বাজার এলাকার নুরু মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৩০)।

রামু-৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, শনিবার মধ্যরাতে টেকনাফ থেকে যানবাহন যোগে মাদকের একটি চালান পাচারের খবর পায় বিজিবি। এরপরই মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। একপর্যায়ে একটি ট্রাক সেখানে পৌঁছালে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ড্যাশবোর্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সাড়ে ৩৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে আটক করা হয় গাড়িতে থাকা দুই জনকে।