সারা বাংলা

ডিমের দাম বেশি: পোল্ট্রি ফার্মে জরিমানা

কুষ্টিয়ার মিরপুরে বেশি দামে ডিম বিক্রয়ের দায়ে দুই পোল্ট্রি ফার্মে জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুই প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (০৬ অক্টোবর) দুপুরে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ছাতিয়ান এলাকায় এ অভিযান চালান জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সেলিনা আক্তার, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সবুর বিশ্বাসসহ জেলা পুলিশের একটি টিম।

সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রির দায়ে জাতীয় ভোক্তা সংরক্ষণ আইনে অমি পোল্ট্রি ফার্মকে ৭ হাজার টাকা এবং সাইফুল পোল্ট্রি ফার্মকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ ছাড়া অন্যান্য পোল্ট্রি ফার্ম মালিকদের সতর্ক করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।