বৈষম্যবিরোধী আন্দোলনে সাভারের আশুলিয়ায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করে ভাইরাল হওয়া ও একাধিক হত্যা মামলার আসামি সেই আওয়ামী লীগ নেতা সাদেক ভুঁইয়াকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সাভারের নবীনগর র্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান।
এর আগে, রোববার (৬ অক্টোবর) রাতে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ৫ আগস্ট আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন সাদেক ভুঁইয়া। ওই ঘটনায় আশুলিয়া থানা এলাকায় বেশ কয়েকজন ছাত্র জনতার মৃত্যু হয়। পরবর্তীতে নিহতের পরিবারের সদস্যরা বাদী হয়ে আশুলিয়া থানায় একাধিক হত্যা মামলা করেন। ওই হত্যা মামলা দায়েরের পর থেকেই আসামি সাদেক ভুঁইয়া আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের বরাত দিয়ে র্যাব আরও জানায়, গত ১৫ বছর ধরে সাদের ভুঁইয়া ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন। তার বিরুদ্ধে দলীয় প্রভাব বিস্তার করে সন্ত্রাস, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রভাব বিস্তার করে আন্দোলন প্রতিহতের চেষ্টা করেন বলেও স্বীকারোক্তি দেন তিনি। গ্রেপ্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।