সারা বাংলা

পাঁচ দাবি হালকা যানবাহন চালকদের

পাঁচ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন হালকা যানবাহনের চালক-শ্রমিকরা।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিন করেন তারা। রাজশাহী জেলা হালকাযান শ্রমিক ইউনিয়ন এই কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচি থেকে পর্যাপ্ত সিএনজি ফিলিং স্টেশন চালু করা, গ্যাস সিন্ডিকেট বন্ধ করে ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখা, জেলাভিত্তিক গ্যাসের বরাদ্দ রাখা, চালকদের সম্মানজনক বেতন-ভাতা, বিআরটিএতে হয়রানি ও দুর্নীতি বন্ধ করা এবং বিনা নোটিসে চালকদের চাকরিচ্যুতি বন্ধ করার দাবি জানানো হয়। দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।

কর্মসূচিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলার সভাপতি আব্দুস সামাদ, মহানগরের সেক্রেটারি খাইরুল ইসলাম, হালকাযান শ্রমিক ইউনিয়নের কাটাখালী থানা কমিটির আহ্বায়ক চঞ্চল চৌধুরী, রাজপাড়া থানার আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্মীপুর কমিটির আহ্বায়ক মো. মিলন প্রমুখ বক্তব্য দেন।