সারা বাংলা

যারা সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়েছে তারা সংখ্যায় খুবই কম: উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘যারা সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়েছে তারা এই এলাকারই। তারা সংখ্যায় খুবই কম। এদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার।’

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদের কমিউনিটি সেন্টারে সহিংসতার ঘটনায় লারমা স্কয়ারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুর রশীদের সভাপতিত্বে এই সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়।

উপদেষ্টা বলেন, ‘দীঘিনালার ঘটনায় বিচার কিভাবে হচ্ছে তার খোঁজ রাখবো। নিরাপদ কোনো মানুষ যেন হয়রানির স্বীকার না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দৃষ্টি রাখতে বলবো।’ 

তিনি আরো বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে দ্রুত সময়ের মধ্যে পার্বত্য এলাকায় ভ্রমণে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।’ 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রামের যুগ্ম সচিব কংকন চাকমা, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল প্রমুখ।