সারা বাংলা

জামিন পেলেন সাবেক মন্ত্রী এম এ মান্নান

সুনামগঞ্জে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার (৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত ২০ হাজার টাকা মুচলেকা দিয়ে এম এ মান্নানকে জামিন দিয়েছেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী আবদুল হামিদ।   

আইনজীবী আবদুল হামিদ বলেন, ‌‘আমরা আদালতে জামিন আবেদন করি। তিনি (এম এ মান্নান) ৮০ বছর বয়সী ব্যক্তি। তিনি চলাফেরাতে অক্ষম। বিভিন্ন রোগে আক্রান্ত, তিনি হুইল চেয়ারে করে চলাফেরা করেন। মানসিকভাবেও সমস্যা রয়েছে। আদালত অসুস্থতা ও বয়স বিবেচনায় নিয়ে ২০ হাজার টাকা বন্ডে সাবেক মন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুর করেছেন। আমরা ন্যায় বিচার পেয়েছি। আদালতের এই রায়ে আমরা খুশি।’

এর আগে, আজ সকালে সাবেক এই মন্ত্রীর জামিন শুনানির কথা থাকলেও জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে হট্টগোল শুরু করেন বাদী ও আসামি পক্ষের আইনজীবীরা। আদালতে জামিন শুনানির পূর্বে বিএনপি ও আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের হট্টগোলের কারণে শুনানি না করে এজলাস ছাড়েন বিচারক মো. হেমায়েত উদ্দিন। 

বাদী পক্ষের আইনজীবী মাসুক আলম বলেন, ‘নির্ধারিত আদালতে জামিন না পেয়ে গতকাল মঙ্গলবার জেলা জজ আদালতে জামিন আবেদন করে আসামিপক্ষ। এ জাতীয় মিস কেসের ক্ষেত্রে এক সপ্তাহ পরে শুনানির জন্য তারিখ দেওয়া হলেও, এখানে অস্বাভাবিক প্রক্রিয়ায় শুনানির তারিখ দেওয়া হয়েছে। আদালতে আমরা এর প্রতিবাদ করেছি। এ সময় দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়েছে।’ 

প্রসঙ্গত, গত ৪ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে সুনামগঞ্জে  আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা, গুলি, টিয়ারসেল নিক্ষেপের ঘটনায় নির্দেশদাতা হিসেবে এম এ মান্নানসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা করেন গুলিবিদ্ধ জহুর আহমদের ছোটভাই হাফিজুর রহমান। দ্রুত বিচার আইনে দায়ের করা এ মামলায় গ্রেপ্তার করা হয় এমএ মান্নানকে।