সারা বাংলা

রাঙামাটিতে সহিংসতা-হত্যা: আরও ৩ আসামি গ্রেপ্তার 

রাঙামাটিতে অনিক চাকমা হত্যা মামলায় মো. জালালকে (২৫) চাঁদপুর থেকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানার পুলিশ।

এদিকে, রাঙামাটি শহরের ভেদভেদী এলাকায় অভিযান চালিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় অনুপম চাকমা (২৫) এবং সজিব চাকমাকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সকালে তাদের গ্রেপ্তার করার পর বিকালে রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বর্ণ কমল সেনের আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মামুন নামের এক যুবককে হত্যার ঘটনায় ২০ সেপ্টেম্বর রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে অনিক নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর রাঙামাটির কোতোয়ালি থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর এবং হত্যার ঘটনায় দুটি মামলা করা হয়। মামলার পর পুলিশ আসামিদের ধরতে অভিযানে নামে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।    অনিক হত্যার অভিযোগে গত ৪ অক্টোবর খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা থেকে মো. রুবেল এবং ৫ অক্টোবর রাঙামাটি শহর থেকে মো. আবরারকে গ্রেপ্তার করা হয়। অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ৫ অক্টোবর জেলা শহর থেকে মো. আরিফুল এবং মো. রাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।