সারা বাংলা

ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে আটক ৪

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১০ অক্টোবর) তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় দুটি মোবাইলফোন।

আটককৃতরা হলেন- বরিশালের কোতোয়ালী থানার চরগোপালপুর গ্রামরে হানেফ মুন্সির ছেলে সাইফুল মুন্সি (৩৫) ও তার স্ত্রী আঁখি আক্তার (২৭), নেত্রকোনা সদর থানার সর্বদিঘীয়া গ্রামের আবুল মিয়ার মেয়ে লাকি আক্তার (২৫) ও চুয়াডাঙ্গার জীবননগর থানার জীবননগর গ্রামের বকুলের মেয়ে পাপিয়া খাতুন (২৪)।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল আলম বলেন, ভারতে পাচারের সময় কাকডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যান। আটককৃতদের কলারোয়া থানায় সোপর্দ এবং মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে পলাতক আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।