নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) ভোরে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার খোলাবাড়িয়া এলাকার নুর হোসেন মণ্ডলের ছেলে মোমিন হোসেন (৩৫) ও নওগাঁ জেলার আত্রাই উপজেলার ক্ষুদ্র পারবিশা এলাকার সাদেক আলী ছেলে রায়হান আলী (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হালতি বিলে শামুক তুলতে যান তিন জন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে মোমিন হোসেনের মৃত্যু হয়। আহত হন নৌকায় থাকা আরও একজন।
অপরদিকে হালতি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রায়হান আলী নামে আরেক জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, হালতি বিলে বজ্রপাতে দুই জনের মৃত্যুর খবর পেয়েছি। এর মধ্যে একজনের বাড়ি নলডাঙ্গায়, অপরজনের আত্রাই উপজেলায়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।