সারা বাংলা

পূজামণ্ডপে হামলা করতে এসে যুবক আটক

কুড়িগ্রামের রাজারহাটে পূজামণ্ডপে হামলা করতে এসে মোহাম্মদ নুরুজ্জামান (২৬) নামে এক যুবক আটক হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর কালীরপাট দুর্গা মন্দিরে এই ঘটনা ঘটে। মোহাম্মদ নুরুজ্জামান পশ্চিম দেবোত্তর গ্রামের মোহাম্মদ ওসিউজ্জামানের ছেলে।

কালীরপাট দুর্গা মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি তপন চন্দ্র রায় বলেন, বুধবার রাত সাড়ে ১১টার সময় মন্দিরের পেছন থেকে ৫-৬ জন যুবক বাঁশ ও কাঠের লাঠি নিয়ে এসে মন্দিরে হামলা চালান এবং ইট-পাটকেল ছুঁড়তে থাকেন। এ সময় মন্দিরে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা যুবকদের ধাওয়া করে মোহাম্মদ নুরুজ্জামান নামে একজনকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পূজামণ্ডপে ঢিল ছুঁড়ে আতঙ্ক তৈরি করে প্রতিমা ভাঙচুরের পরিকল্পনা ছিল তাদের।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, আটক যুবক পূজামণ্ডপে আঘাত ও ঢিল ছোড়ার কথা স্বীকার করেছেন। তার সঙ্গে থাকা বাকিদের নামও বলেছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।