সারা বাংলা

মাদারীপুরে টাস্কফোর্স কমিটির বাজার মনিটরিং

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর সরবরাহ তদারকি এবং পর্যালোচনা জন্য মাদারীপুরে জেলা ও উপজেলা পর্যায় বিশেষ টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ও শুক্রবার (১১ অক্টোবর) সকালে মাদারীপুর জেলা শহরসহ বিভিন্ন উপজেলার বাজারে গিয়ে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন এই কমিটির সদস্যরা। 

বাজার মনিটরিংয়ের সময় অধিকাংশ দোকান ও আড়তের পাইকারি ব্যবসায়ীদের ক্যাশ মেমো নম্বর সম্বলিত পাকা ভাইচার ব্যবহার করে পণ্য ক্রয় বিক্রয় করতে নির্দেশনা দেওয়া হয়েছে। অতিরিক্ত দাম না রাখার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। 

মাদারীপুর জেলা শহরের বাজার মনিটরিং পরিচালনা করেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক নুসরাত আজমিরী হক। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- এনডিসি রিজভী আহমেদ সবুজ, সহকারী কমিশনার সালাহ উদ্দিন মাহমুদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা। 

এছাড়া, জেলার পাঁচটি উপজেলা ও জেলার মধ্যে আরও কয়েকটি টিম বাজার মনিটরিং করেছেন।