দুর্গা পূজায় বিশৃঙ্খলা করে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের শাস্তি নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে পূজা মণ্ডপ পরিদর্শনকালে নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি এ মন্তব্য করেন।
একেএম শহিদুর রহমান বলেন, ‘একটি কুচক্রী মহল সব সময়ই গুজব ও অপতৎপরতা চালাতে চেষ্টা করে। এবার যাতে তারা অপতৎপরতা চালাতে না পারে সেজন্য আমরা প্রথম থেকেই প্রস্তুত রয়েছি। যারা পূজা মণ্ডপে বিশৃঙ্খলা করে গ্রেপ্তার হয়েছেন তাদের সাজা নিশ্চিত ও মামলাগুলো মনিটরিং করা হবে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র্যাব -১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা, পূজা উদযাপন কমিটির নেতা শংকর কুমার সাহা, প্রবীর সাহা, নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের মহারাজ একনাথনন্দ প্রমুখ।