সারা বাংলা

ইউপি সদস্যের বিরুদ্ধে ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নূরুল ইসলাম তুহিনের বিরুদ্ধে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ২ অক্টোবর বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চর জোকনালা গ্রামের দিদার আলী, আছমা খাতুন, শেফালী খাতুন এবং কে সি সালদাইড় গ্রামের নাজিম উদ্দিন নামে চার ভুক্তভোগী।

অভিযুক্ত ইউপি সদস্য নূরুল ইসলাম তুহিন বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩ সালে প্রতিবন্ধী ও বয়স্ক ভাতা প্রাপ্তির জন্য অনলাইনে আবেদন করেন ভুক্তভোগীরা। চলতি বছর তাদের নামে নতুন ভাতার টাকা বরাদ্দ হয়। উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে এ বিষয়ে তাদের জানানো হয়। গত ২৮ সেপ্টেম্বর ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নূরুল ইসলাম তুহিন নতুন ভাতাপ্রাপ্তদের হিসাব খুলে বই দেওয়ার কথা বলে তার বাড়িতে ডেকে নেন। 

সেখানে এক ব্যাংক কর্মকর্তার সহযোগিতায় প্রত্যেকের আঙুলের ছাপ ও ছবি তুলে রাখা হয়। গত ২৯ সেপ্টেম্বর আবারো তাদের ডেকে প্রতিবন্ধী ভাতা বাবদ প্রতিজনের প্রাপ্ত ১০ হাজার ২০০ টাকার স্থলে ২ হাজার ৫০০ টাকা ও বয়স্ক ভাতা প্রাপ্তদেরকে ৭ হাজার ৭০০ টাকার স্থলে ১ হাজার ৫০০ টাকা করে দিয়ে তাদের নামের পাস বইটি হাতে ধরিয়ে দেন। পরে সুফলভোগীরা তাদের মুঠোফোনে প্রাপ্ত পুরো টাকার ক্ষুদেবার্তা দেখে বাকি টাকার দাবি নিয়ে ইউপি সদস্যের কাছে যান। তারা টাকা চাইলে তিনি (ইউপি সদস্য) তাদের বাকি টাকা দিতে রাজি হননি।

প্রতিবন্ধী দিদার আলী বলেন, ‘শুধু আমাদের ভাতা নয়, ইউপি সদস্য অন্তত ২০ জনের ভাতার টাকা আত্মসাত করেছেন। বাকি টাকার জন্য ইউপি সদস্যের কাছে আমরা কয়েকদিন যাই। ইউপি সদস্য আমাদের কোনো পাত্তাই দিচ্ছেন না। এ কারণে আমরা অভিযোগ করেছি। এখন পর্যন্ত কোনো ফলাফল দেখছি না।’

অভিযুক্ত ইউপি সদস্য নূরুল ইসলাম তুহিন বলেন, ‘২০ থেকে ২৫ জন ভাতাপ্রাপ্তদের নতুন ভাতার টাকা দেওয়া হয়েছে। তারা অনলাইনে আবেদন করে ভাতার টাকা পাচ্ছেন। আমার বিরুদ্ধে যে চারজন অভিযোগ করেছেন তা সত্য না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’

বেলকুচি উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ বলেন, ‘ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। তাদের অভিযোগটি সত্য। ছুটি থাকার কারণে ইউপি সদস্যকে ডাকা হয়নি। আগামীকাল অভিয্ক্তু ইউপি সদস্যকে অফিসে উপস্থিত হওয়ার জন্য চিঠি দেওয়া হবে।’

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা বলেন, ‘প্রতিবন্ধী ও বয়স্কদের ভাতার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।’