গাজীপুর জেলা ছাত্রদল সভাপতি ইমরান হোসেন শিশিরের সঙ্গে তাকে জড়িয়ে মিথ্যা এবং বানোয়াট খবর প্রকাশের প্রতিবাদ ও দায়ীদের শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী নারী। রোববার (১৩ অক্টোবর) সকালে রাজেন্দ্রপুরে স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
লিখিত বক্তব্যে ওই নারী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও একটি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সানে তাকে এবং গাজীপুর জেলা ছাত্রদল সভাপতি ইমরান হোসেন শিশিরকে নিয়ে মিথ্যা এবং বানোয়াট খবর প্রকাশ করেছে। মূলত শিশিরের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও কাপাসিয়া ডিগ্রি কলেজের ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফরহাদ হোসেনের নেতৃত্বে চক্র শিশিরের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস এবং সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছেন।
ভুক্তভোগী নারী বলেন, ‘গত ৫ আগস্ট ওই চক্রের দুই হোতা মাসুম বিল্লাহ ও ফরহাদ হোসেন আমাকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে শিশিরের বিরুদ্ধে ফোনকল রেকর্ড করেন। পরবর্তীতে আমাকে রেকর্ড শুনিয়ে ব্লাকমেইল করে তাদের সঙ্গে দেখা করার জন্য জোর করতে থাকেন। আমি দেখা করলে আমার মোবাইল ফোন থেকে ব্যক্তিগত ভিডিও জোর করে তাদের মোবাইল ফোনে ট্রান্সফার করে নেন। পরে ভিডিও ফুটেজ সুপার এডিট করে অপ্রীতিকর ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের হুমকি দেন। এতে আমি মানসিকভাবে ভেঙে পড়ি এবং ভিডিও প্রকাশ না করতে অনুরোধ করি। তখন অভিযুক্ত দুই জন গত ১০ অক্টোবর দেখা করতে বলে। ওই দিন তাদের সঙ্গে দেখা করতে গেলে আলোচনার কথা বলে আমাকে অজ্ঞাত স্থানে নেওয়া হয় এবং মেরে ফেলার হুমকি দিয়ে শিশিরের বিরুদ্ধে মিথ্যা জবানবন্দি নেন এবং তা গোপনে ভিডিও ধারণ করে রাখেন।’
তিনি আরও বলেন, ‘পরবর্তীতে সাংবাদিক পরিচয়ে একজন আমার সঙ্গে যোগাযোগ করেন। এ সময় আমি এবং আমার বাবা নিষেধ করলেও তা না শুনে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেন। এতে উভয়ের পরিবারের সম্মান হানি ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।’
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।