সারা বাংলা

বরিশাল শিক্ষাবোর্ডের ২১ কলেজে শতভাগ পাস

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৩৪২টি কলেজের মধ্যে ২১টি কলেজের সবাই শতভাগ পাস করেছে। তবে ১ জনও পাস করেনি এমন কোনো কলেজ এ শিক্ষাবোর্ডে নেই। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় ফলাফল ঘোষণাকালে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী। 

তিনি জানান, বোর্ডের অধীনে ৩৪২টি কলেজের ৬৬ হাজার ৮৭ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে ২১টি কলেজের সব শিক্ষার্থীই পাস করেছে। এর মধ্যে সর্বোচ্চ ঝালকাঠি জেলায় সাতটি কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস করে। এছাড়া পটুয়াখালীত ৩টি, বরগুনার ১টি, বরিশাল জেলায় ৫টি, পিরোজপুরে ২টি এবং ভোলা জেলায় ৪টি কলেজের সবাই শতভাগ পাস করেছে। এছাড়া ২৮৮ টি কলেজের শিক্ষার্থীরা ৫০ শতাংশের উপরে পাস করেছে।