সারা বাংলা

ছিনতাই মামলায় কৃষক দলের সাবেক ৪ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কৃষক দলের সাবেক চার নেতাকর্মীকে ছিনতাই মামলায় গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

গতকাল সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ বাজার এলাকা থেকে তারা গ্রেপ্তার হন।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জের বাজার এলাকার মো. রুবেল (৩৪), জুয়েল রানা (২২), সাদিকুল ইসলাম সুজন (৩৫) ও মো. সোহেল রানা (৪১)। এদের মধ্যে মো. রুবেল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাবেক কর্মী, জুয়েল রানা ৫ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাবেক কোষাধ্যক্ষ, সাদিকুল ইসলাম সুজন ৫ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং মো. সোহেল রানা ৫ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক।

সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক তৈয়ম হোসেন বলেন, ‘তাদের (আসামিরা) কমিটি আমরাই দিয়েছিলাম। পরে তাদের বিরুদ্ধে মারামারিসহ অনেক অভিযোগ পাওয়া যায়। তখন আমরা এই কমিটি বিলুপ্ত করে দেই। বর্তমানে তারা আমাদের কৃষক দলের কেউ না।’

সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব এসএইচ মুন্না বলেন, ‘বর্তমানে তারা আমাদের দলের কেউ না। তাই তাদের কর্মকাণ্ডের দায়ভার কৃষক দলের নয়।আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল।’ 

ওসি আল মামুন বলেন, ‘র‍্যাব আজ সকালে আসামিদের আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে থানায় ছিনতাই মামলা হয়েছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।’