সারা বাংলা

ঝিনাইদহে স্কুলশিক্ষক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ঝিনাইদহের কোটচাঁদপুরে স্কুলশিক্ষক জোনাব আলী হত্যা মামলার রায়ে তরিকুল ইসলাম ও মনিরুদ্দীন নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুহাম্মাদ জাকারিয়া এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৮ ডিসেম্বর রাতে কোটচাঁদপুর উপজেলার শেরখালী বাজারের একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় বহরমপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও আওয়ামী লীগ কর্মী জোনাব আলীকে গুলি করে হত্যা করে। এ সময় বাজারের মানুষ তাদের ধাওয়া করলে দুর্বৃত্তরা দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তারা যশোর হ-১৩-৪৬৯০ নম্বরের একটি বাজাজ প্লাটিনাম মোটরসাইকেল ফেলে রেখে যায়। 

এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবার কোটচাঁদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। এর মধ্যে রানা নামে এক আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।

আদালত দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলে কুশনা গ্রামের তরিকুল ও গুড়পাড়া গ্রামের সাবেক চরমপন্থি নেতা মনিরুদ্দীনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১ জনকে বেকসুর খালাস দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পিপি অ্যাড. ইসমাইল হোসেন। আসামি পক্ষে অ্যাড. আজিজুর রহমান মামলাটি পরিচালনা করেন।