সারা বাংলা

নাটোরে ৪ কলেজের কেউ পাস করেনি

এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে নাটোরে ৪টি কলেজের কেউ পাস করেনি। এ বছর জেলায় পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজশাহীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।

পাস না করা কলেজগুলো হলো- নাটোর সদরের বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়, গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর স্কুল এন্ড কলেজ, নলডাঙ্গা উপজেলার সরকোতিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং বাগাতিপাড়া উপজেলার তমালতলা উইমেন্স কলেজ‌।

এর মধ্যে, বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয় থেকে ৪ জন, দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬ জন, সরকোতিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ২ জন ও তমালতলা উইমেন্স কলেজ থেকে ২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রওশন আলী বলেন, নাটোর থেকে এ বছর ১১ হাজার ৪৬৭ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন ৮ হাজার ৯৯২ জন। ৪টি কলেজের কেউ পাস করনি। এ বিষয়ে তদন্ত করা হবে।