পটুয়াখালীর দুমকিতে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বাবা ও এক নারীকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়।
এর মধ্যে, মেয়ের বাবা রুহুল আমিন শিকদারকে (৫৫) ছয় মাস ও তাসলিমা (৩০) নামের এক নারীকে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন মাহমুদ। এর আগে, সোমবার তাদের কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি বলেন, বয়স গোপন করে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের চেষ্টা, জাল জন্ম নিবন্ধন তৈরি ও আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাঁধা প্রদানসহ বিভিন্ন অভিযোগে মেয়ের বাবাকে ছয় মাস ও বিয়েতে সহযোগিতায় এক নারীকে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।