হাফেজ-আলেম-ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, সম্পদ বাজেয়াপ্তসহ বিভিন্ন দাবিতে মাগুরায় গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় শহরের নোমানী ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘শুধু ক্ষমতার পালাবদল নয়, কাঙ্ক্ষিত মুক্তির জন্য চাই আদর্শিক পরিবর্তন। নেতা নয়, নীতির পরিবর্তন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম চায়। যেখানে রাষ্ট্র পরিচালিত হবে ইসলামী পরিবেশে। যেখানে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। দেশে কোনো বৈষম্য থাকবে না।’
মাগুরা জেলা শাখার সভাপতি কেন্দ্রীয় শুরা সদস্য মুফতি মোস্তফা কামালের সভাতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মশিউর রহমান, মাওলানা নাজিরুল ইসলাম, জেলা শাখার সেক্রেটারি হাফেজ মুহাম্মদ মনিরুজ্জামান, জেলা শাখার সদস্য মাওলানা মনিরুল ইসলাম প্রমুখ।
গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।