সারা বাংলা

রূপগঞ্জে ছাত্র হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দশম শ্রেণির শিক্ষার্থী রোমান মিয়াকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জায়েদ আলীকে (৬০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১ এর কোম্পানী কমান্ডার সিপিসি-৩ (পূর্বাচল ক্যাম্প) মেজর আবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে ছাত্র-জনতার আনন্দ মিছিল বের হয়। ওই সময় এক সশস্ত্র হামলায় চনপাড়ার নব কিশলয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার খালা রীনা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।