সারা বাংলা

সাভারে পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার এক ঊর্ধ্বতন কর্মকর্তার অপসারণের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কারখানাটির শ্রমিকরা। বিক্ষুদ্ধ শ্রমিকরা সেই কর্মকর্তার বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর চালিয়েছে। 

শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে থাকায় সকাল থেকে প্রায় ৫ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে মহাসড়কে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে মহাসড়কটির পলাশবাড়ি এলাকায় গিল্ডান অ্যাক্টিভওয়্যার বাংলাদেশ লিমিটেডের (গ্যাব) শাহরিয়ার গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেন। দুপুর ৩টার পরও সড়কে যান চলাচল বন্ধ ছিল।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, কয়েকদিন আগে কারখানার কান্ট্রি ডিরেক্টর তাইজুল ইসলামের অপসারণসহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলন করে এই কারখানার শ্রমিকরা। পরে মালিকপক্ষ সব দাবি মেনে নিলে কাজে যোগ দেয় শ্রমিকরা। কিন্তু কিছুদিন অতিবাহিত হওয়ার পর কারখানা কর্তৃপক্ষ তাদের অঙ্গীকার ভঙ্গ করে তাইজুল ইসলামকে পুনরায় কারখানায় যোগদান করায়। আজ ওই কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ করছে শ্রমিকরা।

কারখানাটির অপারেটর আতিকুর রহমান বলেন, ‘আমাদের ভাতা ফিফটি পার্সেন্ট দিত, ফিফটি পার্সেন্ট দিত না। ফিফটি পার্সেন্ট তারা নিয়ে নিত। বিভিন্ন ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট বা স্টাফ যারা আছে এখানে সবারই ৪-৫টা করে বাড়ি আছে। একজন সাধারণ স্টাফ এত বড় বড় বাড়ি কীভাবে করতে পারে? আমাদের টাকা আত্মসাৎ করে এই বাড়িগুলো করছে। আমাদের সবার একটাই দাবি, আমরা তাইজুলের চাই না, তাইজুলের পদত্যাগ চাই।’

সড়ক অবরোধের পর সকাল ১০টার দিকে কারখানা থেকে অদূরে বসুন্ধরা এলাকায় গিয়ে কর্মকর্তা তাইজুলের ৯ তলা বাড়িতে হামলা চালায় প্রায় ২-৩শ’ মানুষ। সেই কর্মকর্তার দাবি, হামলাকারীদের মধ্যে শ্রমিকরাও ছিলেন। 

তাইজুল বলেন, ‘তারা বাড়িতে এসে বাড়ির গেট ভেঙে ফেলে। একটি প্রাইভেট কার ও মোটরসাইকেল ভাঙচুর করে। সেসময় আমি বাড়িতে ছিলাম না। ভাঙচুর চালিয়ে তারা ফিরে যায়। হামলায় প্রায় ৭-৮ জন আহত হয়েছেন।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। শিল্পপুলিশ-১ এর এএসপি মহিউদ্দিন মিরাজ বলেন, ‘শ্রমিকরা সাড়ে ৮টা থেকে রাস্তা অবরোধ করে রেখেছেন। এখনও যান চলাচল বন্ধ। শ্রমিকদের দাবি একজন কর্মকর্তার পদত্যাগ। আমরা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছি।’

সড়কে যান চলাচল বন্ধ থাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি, বাইপাইলসহ ইপিজেড এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।