সারা বাংলা

জেলায় জেলায় পল্লী বিদ্যুতের ‘শাটডাউন’ কর্মসূচি পালিত

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে চাকরিচ্যুত হওয়া ২০ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের দাবিসহ আরও বেশ কিছু দাবিতে দেশের বিভিন্ন জেলায় ‘শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ২-৯ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে এ কর্মসূচি পালন করেন তারা। রাইজিংবিডির প্রতিনিধিদের পাঠানো খবর-

নেত্রকোণা

নেত্রকোণায় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে শাটডাউন কর্মসূচি পালন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষজন। প্রায় ৯ ঘণ্টা পর জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

পাবনা

পাবনায় বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে শাটডাউন কর্মসূচি পালন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। প্রায় দুই ঘণ্টা পর জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

মৌলভীবাজার

তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে মৌলভীবাজারে শাটডাউন কর্মসূচি পালন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

এছাড়া ফেনী, টাঙ্গাইল, রাজবাড়ী ও মুন্সীগঞ্জে ‘শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।