সারা বাংলা

উচ্চশব্দে গান বাজানোর প্রতিবাদ করায় হামলা, হত্যার হুমকি

গাইবান্ধায় উচ্চশব্দে গান বাজানোর প্রতিবাদ করায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য জয়বুর হোসেনের বাড়িতে হামলা ও হত্যার হুমকি দেওয়া হয়েছে অভিযোগ উঠেছে প্রতিবেশী বেলাল হোসেন ইউসুফ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জয়বুর হোসেন। শনিবার (১৯ অক্টোবর) সকালে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার।

তিনি বলেন, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য জয়বুর হোসেনের বাড়িতে হামলা ও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। জয়বুর হোসেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত নবাব আলী আকন্দের ছেলে। অভিযুক্ত বেলাল হোসেন ইউসুফ একই এলাকার বাসিন্দা।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, হজ থেকে ফিরে রাতে নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করেন জয়বুর হোসেন। কিন্তু প্রায় প্রতিদিনই নামাজের সময় প্রতিবেশী বেলাল হোসেনের বাসায় উচ্চশব্দে গান বাজানো হয়। এর প্রতিবাদ করলে বেলাল হোসেন দলবল নিয়ে জয়বুর হোসেনের বাড়িতে হামলা ও হত্যার হুমকি দেন।

অভিযোগের বিষয়ে জানতে বেলাল হোসেন ইউসুফের মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও বন্ধ পাওয়া যায়।