সারা বাংলা

সুনামগঞ্জের গ্রামে উচ্চশব্দে গান-বাজনা নিষিদ্ধ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের পূর্ব আনোয়ারপুর গ্রামে বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানে উচ্চশব্দে গান-বাজনা নিষিদ্ধ করা হয়েছে। 

গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) আনোয়ারপুর লোহাচূড়া বড় মসজিদে জুমার নামাজ শেষে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

এলাকাবাসী জানায়, এই গ্রামে হিন্দু-মুসলমান শতাধিক পরিবারের বসবাস। গ্রামে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সাউন্ড বক্সে উচ্চশব্দে গান বাজানো হয়। ফলে রোগী, বৃদ্ধ ও শিক্ষার্থীদের সমস্যা হয়। রাতে গান বাজানোর কারণে ঘুমাতে পারেন না অনেকেই। এ কারণে কোনো সামাজিক অনুষ্ঠানে কিংবা অহেতুক উচ্চশব্দে গান-বাজনা নিষিদ্ধে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ব আনোয়ারপুর লোহাচূড়া বড় মসজিদের মুতাওয়াল্লি জামাল মিয়া বলেন, ‘আমাদের সিন্ধান্তে গ্রামের সবাই খুশি। হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় কর্মকাণ্ডে আমাদের কোনো মানা নেই। তাদের ধর্মে যা আছে তা তারা স্বাভাবিকভাবেই পালন করবেন, এটা তাদের অধিকার। তাদের কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমরা তা নিশ্চিত করবো।’

বালিজুরী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার ইসমাইল আলী বলেন, ‘আমাদের গ্রামে প্রায়ই বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানো হয়। প্রচণ্ড শব্দে ঘরের মাটি কাপতে শুরু করে। গ্রামের শিশুরা যেমন ভয় পায়, তেমনি রোগী ও বৃদ্ধদের সমস্যা হয়। যে কারণে এটা বন্ধ করা হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের কোনো উৎসবের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই।’

বালিজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাদ হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘গতকাল মসজিদে এ বিষয়ে আলোচনা হয়েছে। আনোয়ারপুর গ্রামে অনেক হিন্দু পরিবারের বসবাস। গান-বাজনা বন্ধ রাখার যে সিন্ধান্ত হয়েছে, সেটা কতদিন ঠিক থাকবে তা বলা যায় না। কারণ, হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠান গান-বাজনার মাধ্যমেই পালন হয়ে থাকে। গ্রামে হিন্দুদের বসবাস না থাকলে এ ধরনের সিদ্ধান্ত হয়তো বহাল থাকতো।’

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুল হাসেম রাইজিংবিডিকে বলেন, ‌‘গ্রামটিতে গান-বাজনা নিষিদ্ধের ব্যাপারটি আমার জানা নেই। খোঁজ নিয়ে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলার পর বিস্তারিত বলতে পারব।’