চট্টগ্রামে সিন্ডিকেট ভাঙতে ১১ তরুণের উদ্যোগে ১৩০ টাকা ডজন দামে ডিম বিক্রি হচ্ছে। গত দুই দিন এই তরুণেরা নগরের দুটি বাজারে ১৪০ টাকা ডজন দামে ডিম বিক্রির পর আজ শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৪টা থেকে চট্টগ্রাম মহানগরীর ব্যস্ততম কোতোয়ালি মোড় এলাকায় ১৩০ টাকায় ডিম বিক্রি শুরু করেছেন। মোহাম্মদ আরিফ, রেজাউল করিম, নুর উদ্দিন, ইমরানসহ ১১ তরুণ জনগণের কল্যাণে এই উদ্যোগ অব্যাহত রেখেছেন।
১৩০ টাকা ডজন ন্যায্য দামে ডিম বিক্রির উদ্যোগের অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ আরিফ জানান, সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ ডিম কিনতে পারছে না। বাজারে এক ডজন ডিম ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
তিনি বলেন, ‘এ অবস্থায় আমরা কয়েকজন তরুণ সরাসরি খামার থেকে ডিম সংগ্রহ করে লাভ না করে তিন দিন ধরে সাধারণ মানুষের হাতে ডিম তুলে দিচ্ছি।’
গত দুই দিন বহদ্দারহাট ও চকবাজারে ১৪০ টাকা ডজন দামে ডিম বিক্রির পর আজ শনিবার আরও ১০ টাকা কমিয়ে ১৩০ টাকা ডজন দামে বিক্রি করছেন বলে জানান মোহাম্মদ আরিফ।
বিকেল ৪টা থেকে ডজন ১৩০ টাকায় ডিম বিক্রি শুরুর পর থেকে বহু মানুষ সেখানে ভিড় করছে। তরুণেরা তাদের এ কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।