সারা বাংলা

‘আ. লীগের সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি’ 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আ্যডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এর সঙ্গে যারা জড়িত সেসব ব্যবসায়ীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করলেই প্রতিটি পণ্যের দাম কমবে।’ 

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার নশরতপুর স্কুল মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের রুহের মাগফেরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন কৃষক দল এই সভার আয়োজন করে।

বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম-আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, নলডাঙ্গা উপজেলার বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধ মো. আতিকুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, নলডাঙ্গা পৌর বিএনপির সভাপতি এম এ হাফিজ ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম বুলবুল প্রমুখ।