সারা বাংলা

ফেনীতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ 

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে খুনিদের গ্রেপ্তার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে শহরের গুরুত্বপূর্ণ সড়কে শিক্ষার্থীরা বিক্ষোভ করে।

পরে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাইয়ুম সোহাগের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি আবদুল আজিজ, নুর হোসেন, সানী মজুমদার, সাইদুল আবেদীন সাগর, ওমর ফারুক শুভ প্রমুখ। 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা জুলাই-আগস্টে আন্দোলনে সহস্রাধিক ছাত্র-জনতাকে হত্যা করেছে। ছাত্রদের আপসহীন গণবিপ্লবের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কেউ বিতাড়িত খুনি হাসিনাকে পুনর্বাসনের সামান্যতম চেষ্টা করলেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া গণহত্যার দায়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে।’

এ সময় শিক্ষার্থীরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফেনীসহ সারা দেশে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের গ্রেপ্তার এবং সব অবৈধ অস্ত্র উদ্ধার করার দাবি জানান।

ছাত্র প্রতিনিধি ওমর ফারুক শুভ বলেন, ‘আওয়ামী লীগ দেশের কোথাও কোথাও পূনর্বাসনের চেষ্টা করছে। বাংলার ছাত্র সমাজ এটা কখনও মেনে নেবে না। তাদের প্রতিহত করতে আমরা সব সময় রাজপথে ছিলাম আছি এবং থাকব।’