চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শিলা খাতুন (২৩) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
সোমবার (২১ অক্টোবর) সকাল ৮টার দিকে রেললাইনের পাশ থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
শিলা খাতুন উপজেলার রোয়াকুল গ্রামের রাসেল আহমেদের স্ত্রী ও বলিয়ারপুর গ্রামের হামিদুল ইসলামের মেয়ে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাসেল আহমেদ পলাতক।
নিহতের পরিবারের অভিযোগ, শিলা খাতুনকে হত্যার পর মরদেহ গ্রামের পাশে রেললাইনে ফেলে পালিয়ে যান রাসেল।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, রেললাইনের পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।