সারা বাংলা

চট্টগ্রামের ফিশারি ঘাটের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের ফিশারি ঘাটের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের নতুন ব্রিজ সংলগ্ন ফিশারি ঘাটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ। 

এর আগে, আজ সন্ধ্যা ৬টার দিকে ঘাটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। 

আরও পড়ুন: চট্টগ্রামের ফিশারি ঘাটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আজ সন্ধ্যা ৬টার দিকে ফিশারি ঘাটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নিকটস্থ তিনটি স্টেশন থেকে ছয়টি ইউনিট  ঘটনাস্থলে যায়। তারা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি।