সারা বাংলা

তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

চুয়াডাঙ্গার জীবননগরে তেলবাহী ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উথলী রেলওয়ে স্টেশনের ডাউন সিগনাল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। পরে সকালে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে।

 

জানা যায়, এ ঘটনায় খুলনা-ঢাকা রুটে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে খুলনাগামী চিত্রা ও সীমান্ত এক্সপ্রেসের ট্রেনে আটকা পড়ে শত শত যাত্রী।

উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় বলেন, একটি তেলবাহী ট্রেন খুলনা অভিমুখে যাচ্ছিল। উথলী রেলওয়ে স্টেশনের ডাউন সিগনাল পয়েন্টের কাছে এসে লাইনচ্যুত হয়। ফলে খুলনাগামী চিত্রা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে।